 |
আমাদের শ্রীগুরুপরম্পরা :
|
“শ্রীচৈতন্য-সারস্বত মঠে সূর্যাস্ত কখনই হয় না” :
|
|
| |
|
|
|
| |
|
শ্রীশ্রীপ্রেমবিবর্ত্ত
৫। বিবর্ত্তবিলাসসেবা
| প্রেমের বৈচিত্ত্যগত | প্রেমের বিবর্ত্ত যত
|
| মোর মনে নাচে নিরন্তর । |
|
কলহ গৌরের সনে | করি আমি দিনে দিনে
|
| “কুন্দলে জগাই” নাম মোর ॥১॥ |
| |
| গেলাম ব্রজ দেখিবারে | রহি সনাতনের ঘরে
|
| কলহ করিনু তার সনে । |
|
রক্তবস্ত্র সন্ন্যাসীর | শিরে বাঁধি’ আইলা
ধীর
|
| ভাতের হাঁড়ি মারিতে কৈনু মনে ॥২॥ |
| |
| সনাতনের বিনয় দেখে | ছাড়ি’ তারে এক পাকে
|
| লজ্জায় বসিনু এক ধারে । |
|
গৌর মোর যত জানে | আমায় পাঠায়
বৃন্দাবনে
|
| মজা দেখে থাকি’ নিজে দূরে ॥৩॥ |
| |
| ভাল তার হউক সুখ | মোর হউক চির দুঃখ
|
| তার সুখে হবে মোর সুখ । |
|
আমি কাঁদি রাত্রদিনে গৌর | বিচ্ছেদ ভাবি’
মনে
|
| গৌর হাসে দেখি কাঁদা মুখ ॥৪॥ |
| |
| সেই ত’ কপটন্যাসী | তার লীলা ভালবাসি
|
| মধুমাখা কথাগুলি তার । |
|
যে ভাব ব্রজেতে ভেবে | পুনঃ সেই ভাব
এবে
|
| বুঝেও না বুঝি আর বার ॥৫॥ |
| |
| চন্দনাদি তৈল আনি’ | বাঁকা বাঁকা কথা শুনি’
|
| তৈল-ভাণ্ড ভাঙ্গিলাম বলে । |
|
মান করি’ নিজাসনে | শুঞা রৈনু অনশনে
|
| সে মান ভাঙ্গিল নানা ছলে ॥৬॥ |
| |
| আমারে করায় পাক | অন্নব্যঞ্জন আবোনা শাক
|
| বলে, “ক্রোধের পাক বড় মিষ্ট” । |
|
বাড়ায় আমার রোষ | তাতে তার সন্তোষ
|
| তার প্রসন্নতা মোর ইষ্ট ॥৭॥ |
| |
| জিজ্ঞাসিল সনাতন | যাইতে কৈনু বৃন্দাবন
|
| তাতে মোরে রাখে বোকা করি’ । |
|
বাল্য বুদ্ধি দেখি’ তার | চিত্তে হয়
চমৎকার
|
| আমি তার পাদপদ্ম ধরি’ ॥৮॥ |
| |
| বৃন্দাবন যাইতে চাই | তাতে আজ্ঞা নাহি পাই
|
| নানা ছল করে মোর সনে । |
|
যখন কোন্দল হয় | নবদ্বীপে যেতে কয়
|
| সেই তার কৃপা জানি মনে ॥৯॥ |
| |
| মাতৃ-আজ্ঞা ছল করি’ | আছেন বৈকুণ্ঠপুরী
|
| নিজ ধাম ছাড়িয়া এখন । |
|
তাতে পাঠায় নিজপুরে | যাহাকে সে কৃপা
করে
|
| যেন গোপের গোলোক-দর্শন ॥১০॥ |
| |
| এই ভাবে গৌর-সেবা | করি আমি রাত্রদিবা
|
| গৌরগণের এই ত’ স্বভাব । |
|
গৌর-গদাধর-পদ | আমার ত’ সম্পদ
|
| দামোদর জানে এই ভাব ॥১১॥ |
| |
|
সূচীপত্র:
১। মঙ্গলাচরণ
২। গ্রন্থরচনা
৩। প্রথম প্রণাম
৪। গৌরস্য গুরুতা
৫। বিবর্ত্তবিলাসসেবা
৬। জীব-গতি
৭। সকলের পক্ষে নাম
৮। কুটীনাটি ছাড়
৯। যুক্তবৈরাগ্য
১০। জাতিকুল
১১। নবদ্বীপ-দীপক
১২। বৈষ্ণব-মহিমা
১৩। শ্রীগৌরদর্শনের
ব্যাকুলতা
১৪। বিপরীত বিবর্ত্ত
১৫। শ্রীনবদ্বীপে
পূর্ব্বাহ্ণ-লীলা
১৬। পীরিতি কিরূপ ?
১৭। ভক্তভেদে আচারভেদ
১৮। শ্রীএকাদশী
১৯। নামরহস্যপটল
২০। নাম-মহিমা
|
|
|
|
বৃক্ষসম ক্ষমাগুণ করবি সাধন । প্রতিহিংসা ত্যজি আন্যে করবি পালন ॥ জীবন-নির্ব্বাহে আনে উদ্বেগ না দিবে ।
পর-উপকারে নিজ-সুখ পাসরিবে ॥
|